What is Web Design | ওয়েব ডিজাইন কি এবং কেন শিখবেন | Bangla | Kanak
র্তমান সময়ে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট অনেক বেশী চাহিদা সম্পন্ন একটা ক্ষেত্র। সারা বিশ্বে দক্ষ ওয়েব ডিজাইনার এবং ডেভেলপারের প্রচুর ঘাটতি রয়েছে। তবে এই দুইটা প্রশ্নের উত্তর না নিয়েই যদি কেউ ওয়েব ডিজাইন শেখার শুরু করে তবে কিছুদিন যাওয়ার পরেই সে আগ্রহ হারিয়ে ফেলে… এবং বুঝতে পারে যে ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট আসলে তার জন্য নয়। তাই ওয়েব ডিজাইন শেখা শুরু করার আগে আমাদের বুঝতে হবে ওয়েব ডিজাইন জিনিসটা কি এবং আমি কেন ওয়েব ডিজাইন শিখবো?
No comments
New comments are not allowed.