Header Ads

Header ADS

Jaflong | জাফলং | যাওয়ার উপায়, হোটেল, খরচ, ট্যুর প্ল্যান ও টিপস | Sylhet Tour | ভ্রমণ গাইড

 


সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত জাফলং বাংলাদেশের জনপ্রিয় দর্শনীয় স্থান। পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়াইন নদীর স্বচ্ছ পানির ধারা, ঝুলন্ত ব্রিজ, পাহাড় ও চা বাগান নিয়ে জাফলং সিলেটের অন্যান্য দর্শনীয় স্থান থেকে বিশেষ গুরুত্ব পেয়েছে। সিলেট ভ্রমণ নিয়ে ভ্রমণ গাইডের এই পর্বে জানাবো জাফলং কি দেখবেন, যাওয়ার উপায়, কোথায় খাবেন, কোথায় থাকবেন, খরচ ও ট্যুর প্ল্যান সহ একটি পরিপূর্ণ ভ্রমণ নির্দেশনা।

No comments

Powered by Blogger.